গঠনতন্ত্র মেনেই দল পরিচালিত হয়: এনামুল হক শামীম

২১

পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বলেছেন, ‘আওয়ামী লীগ উপ-মহাদেশের একটি প্রাচীনতম দল। এই দলে যে কোনও পদে একাধিক প্রার্থী থাকতেই পারে। গঠনতন্ত্র মেনেই দল পরিচালিত হয়।’

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকালে শহীদ ভুলু স্টেডিয়ামে নোয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘গঠনতন্ত্র অনুসরণ করে এবং কাউন্সিলর ও কেন্দ্রীয় নেতাদের মতামতের ভিত্তিতে সম্মেলন শেষে নোয়াখালীর নতুন নেতাদের নাম ঘোষণা করবেন কাউন্সিলের প্রধান অতিথি, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।’ 

এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এ এইচ এম খায়রুল আনম সেলিম, সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি, এইচ এম ইব্রাহিম এমপি, মামনুর রশিদ কিরণ এমপি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম সামছুদ্দিন জেহান, জেলা যুবলীগের আহ্বায়ক ইমন ভট্টসহ অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।