নওগাঁয় অপহরণের ১০ ঘণ্টা পর শিশু উদ্ধার, গ্রেফতার ৩

ওয়াসিনওগাঁর নিয়ামতপুরে ওয়াশি নামে তিন বছর বয়সী এক শিশুকে অপহরণের ১০ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২০ নভেম্বর) বিকালে পুলিশ সুপার (এসপি) আব্দুল মান্নান মিয়া এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

এদিন ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার পিরপুকুরিয়া গ্রামের একটি খালের পাশ থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো– উপজেলার পিরপুকুরিয়া গ্রামের সাহাবুদ্দিনের ছেলে জুয়েল, শুকুর উদ্দিনের ছেলে সামসুল আলম এবং রাজশাহীর তানোর উপজেলার ধানুরা গ্রামের রহিমের ছেলে আবুল কাশেমকে উপজেলার ধানোরা গ্রামের আবুল কাশেম, পিরপুকুরিয়া গ্রামের শামসুজ্জামান ও জুয়েল।

পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় পিরপুকুরিয়া গ্রামের নাজমুল হকের ছেলে ওয়াশিকে কে বা কারা অপহরণ করে নিয়ে যায়। কিছুক্ষণ পরে অজ্ঞাত নম্বর থেকে নাজমুল হকের মোবাইলে কল করে তার ছেলেকে অপহরণ করা হয়েছে বলে জানানো হয়। এরপর অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়।

এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে।