খাগড়াছড়ি আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল, সম্পাদক নির্মলেন্দু

খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সম্মেলনখাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সম্মেলনে কুজেন্দ্র লাল ত্রিপুরা সভাপতি পদে পুনর্নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নির্মলেন্দু চৌধুরী। তিনি এর আগে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলেন। রবিবার (২৪ নভেম্বর) বিকালে খাগড়াছড়ি আউটার স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে এ দু’টি পদে তাদের নাম ঘোষণা করা হয়। সাত বছর পর খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হলো।
এর আগে সকালে প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, বর্তমান সরকার পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে আন্তরিক। চুক্তির অবাস্তবায়িত ধারাগুলো বাস্তবায়নের পদক্ষেপ নিয়েছে সরকার। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে একমাত্র আওয়ামী লীগ সরকারই চিন্তা করে। আওয়ামী লীগ এ চুক্তি করেছে, বাস্তবায়নও করবে।
বিএনপির চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়ার দুর্নীতি মামলার সাজা নিয়ে মিথ্যাচার প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি সব সময় অভিযোগ করছে আওয়ামী লীগ রাজনৈতিক উদ্দেশ্যে খালেদা জিয়াকে কারাগারে রেখেছে। দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সেনা শাসনামলে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আদালত রায় দিয়েছে। এতে আওয়ামী লীগের কোনও সম্পৃক্ততা নেই।
খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপির সভাপতিত্বে সম্মেলনের প্রথম অধিবেশনে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশেসিং এমপি, পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম প্রমুখ।