এ উপলক্ষে সদর দফতরে আয়োজিত অনুষ্ঠানে এতে প্রধান অতিথি ছিলেন রংপুর উত্তর পশ্চিম অঞ্চলের অতিরিক্ত মহাপরিচালক রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল বেনজীর আহমেদ। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ৫৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) পরিচালক অধিনায়ক লে. কর্নেল মো. শাহ আল সিদ্দিকী। আয়োজনের মধ্যে ছিল– মিলাদ, দোয়া মহফিল বিশেষ দরবার, কেক কাটা, আলোচনা সভা, খেলাধুলা ও প্রীতিভোজ।
সূত্র জানায়, ২০১৪ সালের ২৭ নভেম্বর নীলফামারী ৫৬ বর্ডার গার্ড বাংলাদেশ নীলফামারী ও পঞ্চগড়ের ১৭টি বিওপির দায়িত্ব গ্রহণ করে। এই ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বন্ধে ভূমিকা রেখে আসছে। এছাড়াও, নারী ও শিশু পাচার রোধ, অবৈধ সীমান্ত পারাপার এবং সীমান্ত দুর্ঘটনা রোধকল্পে জনসাধারণকে সচেতন করতে নিয়মিত মতবিনিময় করে এই ব্যাটালিয়ান।