কালীগঞ্জের সাবেক কাউন্সিলরের ৪ মাসের কারাদণ্ড

বজলুর রশিদ নান্নুকে আটকের পর কারাদণ্ড দিচ্ছেন ভ্রাম্যমাণ আদালতঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর বজলুর রশিদ নান্নুকে ইয়াবাসহ আটকের পর চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৭ নভেম্বর) দুপুরে বিচারক কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবর্ণা রানী সাহা এ দণ্ড দেন।

বজলুর রশীদ নান্নু কালীগঞ্জ শহরের ফয়লা গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ঝিনাইদহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মিলন কুমার মুখার্জীর নেতৃত্বে শহরে অভিযানের সময় নান্নুকে আটক করা হয়।

উল্লেখ্য, এর আগে বজলুর রশীদ নান্নু ফেনসিডিল ও ইয়াবাসহ দু’বার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের হাতে ধরা পড়েন। সেসব মামলায় সম্প্রতি তিনি জামিনে মুক্ত হয়ে আবারও মাদক সেবন ও বিক্রি করে আসছেন বলে স্থানীয় থানা পুলিশ সূত্রে জানা গেছে।