বরিশালে ১৫ দফা দাবিতে শ্রমিক-কর্মচারীদের লাল পতাকা মিছিল

লাল পতাকা মিছিল

বরিশালে দোকান কর্মচারীসহ বেসরকারি শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের নিয়োগপত্র, ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা, বস্তিবাসীকে নিজ নিজ স্থানে বন্দোবস্ত, ষাটোর্ধ শ্রমিকদের পেনশন, অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের সরকারি তালিকাভুক্তকরণ এবং বাড়িভাড়া, শিক্ষা, চিকিৎসা ব্যয় কমানোসহ ১৫ দফা দাবিতে বাংলাদেশ শ্রমিক ট্রেড ইউনিয়ন জেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন বরিশাল জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি এমএ জলিল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি মাহবুব আলম, বিশেষ অতিথি কেন্দ্রীয় সংগঠক  হাফিজুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য ও  শ্রমিক নেতা অ্যাডভোকেট একে আজাদ ও বরিশাল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক স্বপন খন্দকার।

এর আগে টাউন হল চত্বরে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় ও ট্রেড ইউনিয়নের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় সহ-সভাপতি মাহবুব আলম।

পরে নগরীতে লাল পতাকা মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সভাস্থলে এসে শেষ হয়।