সাংবাদিককে হুমকির অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে

যুবলীগ নেতার বিরুদ্ধে সাংবাদিকদের জিডির কপিদিনাজপুরের চিরিরবন্দরে যুবলীগ সভাপতি সুমন দাস এক সাংবাদিককে প্রকাশ্যে হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় নিরাপত্তার স্বার্থে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন হুমকির শিকার ওই সাংবাদিকসহ কয়েকজন।

বুধবার (৪ ডিসেম্বর) রাতে চিরিরবন্দর থানায় এই জিডি করেন দৈনিক খোলা কাগজের প্রতিনিধি মানিক হোসেন। এতে স্বাক্ষর করেছেন আমাদের সময় পত্রিকার প্রতিনিধি মাহফুজুল ইসলাম আসাদ, সাংবাদিক ফজলুর রহমান, মঞ্জুর আলী শাহ, ভরত রায় প্রত্যয়, সোহাগ গাজী, গোলাম মোস্তফাসহ অন্যান্য সাংবাদিকরা। জিডি নং-১৪৭।

জিডিতে উল্লেখ করা হয়, চিরিরবন্দর উপজেলা যুবলীগের সভাপতি সুমন দাস প্রায় সময়ই সাংবাদিকদের সম্পর্কে কটূক্তি করেন। মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে যুবলীগ সভাপতিসহ কয়েকজন সাংবাদিক মানিক হোসেনকে হুমকি দেন। তিনি সাংবাদিকদের দেখে নেবেন বলে মন্তব্য করেন। সাংবাদিকরা উদ্বেগ প্রকাশ করেছেন, সুমন দাস ও তার সঙ্গে থাকা অজ্ঞাতনামা লোকজনের সহযোগিতায় সাংবাদিকদের রাস্তাঘাটে, হাটেবাজারে বা যে কোনও জায়গায় মারপিটসহ বড় ধরনের ক্ষতি করা হতে পারে। তাই শঙ্কা থেকে তারা এই জিডি করছেন।

সাংবাদিক মানিক হোসেন বলেন, ‘আমাকে উপজেলা পরিষদ চত্বরে সবার সামনেই হুমকি দেওয়া হয়েছে এবং কটূক্তি করা হয়েছে। নিরাপত্তার জন্য আমি এই জিডি করেছি।’

সাংবাদিক মাহফুজুল ইসলাম আসাদ বলেন, ‘আমাদের সবার সামনেই সাংবাদিক মানিককে হুমকি দেওয়া হয়েছে। এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একজন কর্মরত সাংবাদিককে এভাবে হুমকি দেওয়া উচিত হয়নি। বিষয়টি আওয়ামী লীগের নেতাকর্মীদের জানানো হয়েছে।’

এদিকে হুমকির অভিযোগ অস্বীকার করে উপজেলা যুবলীগ সভাপতি সুমন দাস বলেন, ‘সাংবাদিক মানিক একজন ভালো ছেলে। তাকে আমি কোনও হুমকি দেইনি।’