মিয়ানমার থেকে আসলো আরও এক হাজার ৩০২ মেট্রিক টন পেঁয়াজ

টেকনাফ স্থলবন্দরে মিয়ানমার থেকে আমদানি করা পেঁয়াজ মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর দিয়ে এক হাজার ৩০২ মেট্রিক টন পেঁয়াজ খালাস করা হয়েছে। এই পেঁয়াজ দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করা হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে টেকনাফ স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা মো. আবছার উদ্দিন এ তথ্য জানান।

টেকনাফ স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা জানান, মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। মঙ্গলবার আসা পেয়াঁজ আমদানি করেন ১০ জন ব্যবসায়ী। বন্দর থেকে ট্রাকভর্তি করে এসব পেঁয়াজ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়েছে।

শুল্ক স্টেশন জানায়, চলতি মাসের এখন পর্যন্ত মিয়ানমার থেকে ৮ হাজার ৭২২ মেট্রিক টন পেয়াঁজ আমদানি হয়েছে। গত নভেম্বর মাসে ২১ হাজার ৫৬০ মেট্রিক টন, অক্টোবরে ২০ হাজার ৮৪৩ মেট্রিক টন, সেপ্টেম্বরে ৩ হাজার ৫৭৩ মেট্রিক টন এবং আগস্টে ৮৪ মেট্রিক টন পেঁয়াজ এসেছে।