সহকর্মীকে মারধরের ভিডিও ভাইরাল, অভিযুক্ত শিক্ষক বরখাস্ত

মারধরের ভিডিও থেকে নেওয়া ছবিবরিশালের মুলাদীতে সহকর্মীকে মারধরের ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পর অভিযুক্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মিনারা আক্তার লিপিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেন ওই স্কুলের প্রধান শিক্ষক ছিদ্দিকুর রহমান। একই সঙ্গে ওই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা করার প্রক্রিয়াও চলছে।

এ ঘটনায় মারধরে আহত হন শিক্ষক খুরশিদা আক্তার হ্যাপি।

গত ৭ ডিসেম্বর স্কুলে পরীক্ষা চলাকালে উপজেলার কাজিরচর ইউনিয়নের ৯৩ নম্বর চরকমিশনার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় এ ঘটনা ঘটে।  এক অভিভাবক এই ভিডিও ধারণ করে ফেসবুকে ছেড়ে দেন।

প্রধান শিক্ষক ছিদ্দিকুর রহমান বলেন, ‘ঘটনার দিন বার্ষিক পরীক্ষার শেষ হওয়ার পূর্ব মুহূর্তে শিক্ষক মিনারা আক্তার লিপি পরীক্ষার হলে প্রবেশ করে খুরশিদা আক্তার হ্যাপিকে বের হতে বলেন। হ্যাপি পরীক্ষা শেষ করে খাতাপত্র নিয়ে বের হবেন জানালে লিপি ক্ষুব্ধ হন। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে লিপি মারধর শুরু করেন হ্যাপিকে। মারতে মারতে তাকে হল থেকে বের করে বারান্দায় নিয়ে যান।’

এ বিষয়ে মুলাদী উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় আহত শিক্ষক লিখিত অভিযোগ দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযুক্তকে মঙ্গলবার সাময়িক বরখাস্ত করা হয়।’