চাঁপাইনবাবগঞ্জে ৫ জেএমবি সদস্য গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জচাঁপাইনবাবগঞ্জে গোপন বৈঠক করার সময় জেএমবির পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছেন র‌্যাব-৫ রাজশাহীর সদস্যরা। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে শিবগঞ্জ উপজেলার চাকলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। র‌্যাব ৫-এর অধিনায়ক (রাজশাহী) অ্যাডিশনাল ডিআইজি মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলো– জেলার শিবগঞ্জ উপজেলার চাকলা এলাকার হজরত আলীর ছেলে মর্জেম হোসেন ওরফে মোয়াজ্জেম (৩২), দানেশ আলীর ছেলে রবিউল ইসলাম (৩৫), কালুমদ্দিনের ছেলে সেলিম রেজা (৩৭), জোহাক আলীর ছেলে মাহিদুর রহমান (৫২)  এবং আব্দুর রহমানের ছেলে ফাহাদ হোসেন (২৯)।

মাহফুজুর রহমান বলেন,‘গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায় র‌্যাব। এ সময় ওই পাঁচ জেএমবি সদস্যকে গ্রেফতার করা হয় এবং আরও কয়েকজন পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে উগ্রবাদী বই ও লিফলেটসহ অন্যান্য আলামত জব্দ করা হয়। তারা চাঁপাইনবাবগঞ্জ জেলায় জেএমবির কার্যক্রম সুসংহত ও শক্তিশালী করার পরিকল্পনা করছিল।’

শিবগঞ্জ থানায় জব্দকৃত আলামত জমা দেওয়া হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।