খুলনায় অনশনে অসুস্থ শ্রমিকের মৃত্যু

খুলনায় অনশনে অংশ নেওয়া শ্রমিকদের একাংশখুলনায় আবদুস সাত্তার (৫৮) নামে অনশনে অসুস্থ হয়ে এক পাটকল শ্রমিক মারা গেছেন। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. মুরাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

আবদুস সাত্তার প্লাটিনাম জুট মিলের শ্রমিক। তার বাবার নাম মুনসুর আলী। তিনি খালিশপুর হাউজিং এস্টেটে থাকতেন।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার ডা. আবদুল্লাহ আল মামুন জানান, হাসপাতালে পরীক্ষার পর আবদুস সাত্তারকে মৃত ঘোষণা করা হয়েছে। এই হাসপাতালে আরও ১২  শ্রমিক সাত ও আট নম্বর ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন।

এ বিষয়ে মুরাদ হোসেন বলেন, ‘অনশনরত অনেক শ্রমিক অসুস্থ হয়ে স্যালাইন নিচ্ছেন। অনশনস্থলে হাসপাতালের মতো পরিবেশ সৃষ্টি হয়েছে।’ তীব্র শীত উপেক্ষা করে রাতে শ্রমিকরা রাজপথে অনশনরত করায় অসুস্থ হয়ে পড়ছেন বলে তিনি জানান।

পাটখাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দসহ ১১ দফা বাস্তবায়নের দাবিতে সারাদেশের মতো খুলনা-যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোতেও আমরণ অনশন কর্মসূচি পালন করছেন শ্রমিকরা।