জয় বাংলা স্লোগানের শক্তিতে জীবন দিতেও পিছপা হয়নি মানুষ: ধর্ম প্রতিমন্ত্রী

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহজয় বাংলা স্লোগানে অসীম শক্তি রয়েছে বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু দেশের মানুষকে একটি বড় অস্ত্র দিয়েছিলেন; সেটি হলো জয় বাংলা। এই স্লোগান মানুষের মনে শক্তি যোগাতে সাহায্য করেছিল। মানুষ হাসতে হাসতে জয় বাংলা ধ্বনি উচ্চারণ করে জীবন দিতেও পিছপা হয়নি।’

সোমবার (১৬ ডিসেম্বর) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলার হেলিপ্যাড মাঠে ৪ শতাধিক মুক্তিযোদ্ধা ও নিহত মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয় টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসন।

প্রতিমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু না থাকলে এ দেশ স্বাধীন হতো না। তাকে হত্যার মধ্য দিয়ে ষড়যন্ত্রকারীরা আমাদের স্বাধীনতাকে হরণ করেছিল। পরে আমরা দীর্ঘ ২১ বছর রাস্তায় রাস্তায় ঘুরে বেড়িয়েছি। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দেশের হাল ধরার পর আবারও আমরা স্বাধীনতার স্বাদ পেতে শুরু করেছি। দেশ আজ উন্নয়নের মহাসড়কে উঠেছে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি শেখ কবির হোসেন। এছাড়া উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক নেতা, মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিতি ছিলেন।