বিএসএফকে ‘মিষ্টি’ শুভেচ্ছা বিজিবির

বিএনএফকে মিষ্টি পাঠিয়ে বিজিবির শুভেচ্ছাবর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস উপলক্ষে মিষ্টি পাঠিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সকে শুভেচ্ছা জানানো হয়েছে। দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে বিএসএফকে মিষ্টি পাঠায় বিজিবি। এসময় বিএসএফ মৌখিকভাবে বিজিবিকে শুভেচ্ছা জানায়।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ১০টায় হিলি সীমান্তের ২৮৫ নং মেইন পিলারের ১১নং সাবপিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শূন্যরেখায় বিজিবির হিলি বিওপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার তবিবুর রহমান ও হিলি আইসিপি ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার হাবিলদার জাহাঙ্গির হোসেন বিজিবির পক্ষ থেকে ভারতের হিলি বিএসএফের কোম্পানি কমান্ডার এসি জগদিশ প্রসাদের হাতে ১০ প্যাকেট মিষ্টি তুলে দিয়ে বিজিবি দিবসের শুভেচ্ছা জানান। পরে তারা পরস্পর কুশল বিনিময় করেন। এসময় বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে মৌখিকভাবে বিজিবি দিবসের শুভেচ্ছা জানানো হয়। সেখানে বিজিবির হিলি চেকপোস্ট কমান্ডার নায়েক রাকিব হোসেনসহ উভয় বাহিনীর সৈনিকরা উপস্থিত ছিলেন।বিএনএফকে মিষ্টি পাঠিয়ে বিজিবির শুভেচ্ছা

জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়কের পক্ষ থেকে ভারতীয় সীমান্ত রক্ষি বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর পতিরাম-১৯৯ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক, স্টাফ অফিসারসহ ব্যাটালিয়ন অধীনস্ত হিলি বিএসএফ ক্যাম্পসহ বিভিন্ন বিএসএফ ক্যাম্পের জন্য সর্বমোট ১০ প্যাকেট মিষ্টি উপহার দেওয়া হয়।

বিজিবির হিলি বিওপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার তবিবুর রহমান ও হিলি আইসিপি ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার হাবিলদার জাহাঙ্গির হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, সীমান্তে সৌহার্দ্য ও ভাতৃত্ববোধ বজায় রাখতে দুই দেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবে বিজিবি ও বিএসএফ একে অপরকে মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে থাকে। এ ধরনের রেওয়াজ দীর্ঘদিন ধরেই হিলি সীমান্তে দুই বাহিনীর মাঝে চলে আসছে। এতে করে দুই বাহিনীর মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তারা আশা করছেন।