সাড়ে ৬ ঘণ্টা পর বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ে ট্রেন চলাচল শুরু

বাংলাদেশ রেলওয়েজামালপুরের সরিষাবাড়ি রুটে যাত্রীবাহী লোকাল ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার সাড়ে ছয় ঘণ্টা পর ফের বঙ্গবন্ধু সেতু পূর্ব রুটে রেল চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার রাত ১২টার দিকে জামালপুর শহরের ফুলবাড়িয়া এলাকায় আউটার সিগন্যালের কাছে এ দুর্ঘটনা ঘটে। উদ্ধারকাজ শেষে সকাল সাড়ে ৬টার দিকে জামালপুর-সরিষাবাড়ী-বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

জামালপুর রেলওয়ে স্টেশন মাস্টার মো. শাহাবুদিন জানান, বুধবার রাত ১১টা ৪৭ মিনিটে জামালপুর রেলওয়ে স্টেশন থেকে ২৫৩নং (আপ) সাধারণ যাত্রীবাহী ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশনের উদ্দেশে ছেড়ে যায়। পথে জামালপুর শহরের ফুলবাড়িয়া এলাকায় আউটার সিগন্যাল অতিক্রম করার পর রাত ১২টার দিকে ট্রেনটির ইঞ্জিনের পেছনের তিন নম্বর বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। ট্রেনের চালক লাইনচ্যুত হওয়ার বিষয়টি টের পাননি। ফলে ওই অবস্থাতেই ট্রেনটির চাকা ছেঁচড়ে সামনের দিকে যাচ্ছিলো। চাকা ছেঁচড়ে যাওয়ার শব্দ ও ট্রেনের অস্বাভাবিক ঝাঁকুনি টের পেয়ে ট্রেনে কর্তব্যরত রেলওয়ের নিরাপত্তাকর্মীরা চালককে জানালে চালক ট্রেন থামান।

আকস্মিক শব্দ ও ঝাঁকুনিতে আতঙ্কিত যাত্রীরা ট্রেন থেকে দ্রুত নেমে যান। এ দুর্ঘটনায় কোনও যাত্রী হতাহত হননি। ট্রেন লাইনচ্যুত হওয়ায় ঢাকাগামী আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনসহ জামালপুর-সরিষাবাড়ী-বঙ্গবন্ধু সেতুপূর্ব রেলস্টেশন পর্যন্ত সব ধরনের ট্রেন চলাচল বন্ধ থাকে।

স্টেশন মাস্টার আরও জানান, রাত সাড়ে ৩টার দিকে ময়মনসিংহ থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার অভিযান পরিচালনা করে। তিন ঘণ্টা উদ্ধার অভিযান পরিচালনার পর সকাল সাড়ে ৬টার দিকে জামালপুর-সরিষাবাড়ী-বঙ্গবন্ধু সেতুপূর্ব রেলস্টেশন পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হয়।