মুক্তিযোদ্ধাদের নামে সড়ক নামকরণের পরিকল্পনা আছে: রাসিক মেয়র

৫৪৪৪৪

মুক্তিযোদ্ধাদের নামে সড়কের নামকরণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। তিনি বলেছেন, ‘নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে। এজন্য আগামীতে নগরীর স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে আরও অনুষ্ঠানের আয়োজন করা হবে। মুক্তিযোদ্ধাদের নামে সড়কের নামকরণ করার পরিকল্পনা রয়েছে।’

শনিবার (২৮ ডিসেম্বর) বিকালে নগরভবন চত্বরে প্রায় ছয় শতাধিক মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রাজশাহী মহানগরীকে সামনের দিকে এগিয়ে নিতে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা কামনা করেনছেন মেয়র।

নগরীতে বসবাসরত খেতাবপ্রাপ্ত, যুদ্ধাহত, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, ‘রাজশাহী সিটি করপোরেশনের সঙ্গে বীর মুক্তিযোদ্ধাদের আত্মিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে উদ্যোগ গ্রহণ করা হবে। আপনাদের (মুক্তিযোদ্ধাদের) সম্মান মানেই মহানগরবাসীর সম্মান, আপনাদের সম্মান মানেই রাজশাহী সিটি করপোরেশনের সম্মান। আপনাদের সম্মানিত করতে পারলে বর্তমান প্রজন্ম গৌরবান্বিত হবে।’

মেয়র আরও বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃতে বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধকালীন সময়ে জীবন বাজি রেখে প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বিজয় ছিনিয়ে এনেছেন। লাল সবুজের পতাকার জন্য সেদিন নিজেদের উৎসর্গ করেছিলেন।’

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শাওগাতুল আলম। বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক বীর বিক্রম, বীর মুক্তিযোদ্ধা নুর কুতুবুল আলম, বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন প্রামাণিক, বীর মুক্তিযোদ্ধা সফিকুর রহমান রাজা।