যশোরে ১৩ কোটি টাকার অবৈধ মালামালসহ কাভার্ড ভ্যান জব্দ, যুবক আটক

যশোরে অবৈধ মালামালসহ বিজিবির হাতে আটক যুবক

যশোরে প্রায় ১৩ কোটি টাকার অবৈধ মালামাল ও ফেনসিডিলসহ একটি কাভার্ডভ্যান জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। এসময় এক যুবককে আটক করেন সীমান্তরক্ষী সংস্থাটির সদস্যরা। আজ শনিবার (৪ জানুয়ারি) দুপুরে যশোর সদরের নতুনহাট এলাকায় এ অভিযান চলে।  

যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি’র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 

যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার দুপুর ১টার দিকে যশোর সদরের নতুনহাট এলাকায় নায়েক মো. নূরুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি টিম মাদকবিরোধী অভিযান চালান। ওইসময় একটি কাভার্ডভ্যানে (ঢাকা মেট্রো-ট-২২-০২০২) ভারত থেকে আমদানি করা পণ্যের আড়ালে অবৈধ মালামাল আনা হচ্ছিল। বিজিবি ওই কাভার্ডভ্যান তল্লাশি করে তার ভেতর থেকে ১২ হাজার ৩৫০ কেজি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং ৫৮৭ বোতল ফেনসিডিল জব্দ করে। এ সময় মেহেদি হাসান (২০) নামে এক যুবককে আটক করে।

আটক মেহেদি যশোরের ঝিকরগাছা উপজেলার কাটাখাল এলাকার রফিকুল ইসলামের ছেলে। 

বিজিবি জানায়, জব্দ মালামালের মূল্য আনুমানিক ১২ কোটি ৭৭ লাখ ৩৭ হাজার ২০০ টাকা। 

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।