রাজশাহীতে মুজিববর্ষের ক্ষণগণনার ডিভাইস স্থাপন

 

মুজিববর্ষ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা কর্মসূচির সঙ্গে কেন্দ্রীয়ভাবে যুক্ত হয়েছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) ও রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। কর্মসূচির জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সামনে, নগর ভবনে ও সাহেব বাজার বড় মসজিদ চত্বরে ইলেক্ট্রনিকস ডিভাইস স্থাপন করা হয়েছে।

বুধবার (০৮ জানুয়ারি) পিআইডির রাজশাহী আঞ্চলিক কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জন্মশতবার্ষিকী বিপুল উৎসাহ-উদ্দীপনার সঙ্গে উদযাপনের লক্ষ্যে রাজশাহী সিটি করপোরেশন কর্মসূচি নিয়েছে। মুজিববর্ষ উদযাপন উপলক্ষে আগামী ১০ জানুয়ারি বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকাল ৩টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ক্ষণগণনার কার্যক্রমের উদ্বোধন করবেন। অনুষ্ঠানটি সারাদেশে একযোগে সম্প্রচার করা হবে। রাজশাহীতে ক্ষণগণনা কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে নগর ভবনে ও সাহেব বাজার বড় মসজিদ চত্বরে দুইটি ক্ষণগণনা যন্ত্র স্থাপন ও অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের আয়োজন করেছে। রাসিক আয়োজিত অনুষ্ঠানে রাজশাহীর সর্বস্তরের নাগরিকবৃন্দের উপস্থিত হওয়ার প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে নগর ভবন অথবা সাহেব বাজার বড় মসজিদ চত্বরে সকলকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

রাজশাহীতে মুজিববর্ষের ক্ষণগণনার ডিভাইস স্থাপন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী ১০ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিববর্ষ উদযাপণের ক্ষণগণনা কর্মসূচির শুভ উদ্বোধন করবেন। এদিন তেজগাঁও জাতীয় প্যারেড গ্রাউন্ড থেকে কেন্দ্রীয়ভাবে এই কর্মসূচি ঘোষণার সঙ্গে সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়েও মুজিববর্ষের ক্ষণগণনা কর্মসূচি শুরু হবে। কর্মসূচিতে অংশ নিতে বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়েছে।