থানায় আক্রমণ : হুইপের ভাতিজাসহ ৭০-৮০ জনের বিরুদ্ধে মামলা

chuadanga-চুয়াডাঙ্গা সদর থানায় আক্রমণ ও বোমা হামলার ঘটনায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিকসহ অজ্ঞাত ৭০-৮০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। অনিক হুইপ ছেলুন এমপি’র ভাতিজা।  এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানার এসআই পিয়ার আলী বাদি হয়ে শুক্রবার রাত ১১টায় এ মামলা করেন। মামলার এজাহারে ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৭০-৮০ জনকে আসামি করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি সাইফুল ইসলাম জানান, মামলায় আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা জারি করা আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, পুলিশের কাজে বাধা দেওয়া, গাড়ি ভাংচুর ও বিস্ফোরক দ্রব্য বিস্ফোরণের অভিযোগ আনা হয়েছে। শনিবার বিকাল ৩টা পর্যন্ত কোনও আসামিকে আটক করতে পারেনি পুলিশ।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ পৌর এলাকার সাতগাড়ি গ্রাম থেকে ছাত্রলীগ সদস্য খালিদ ও কর্মী আসাদকে আটক করে। দু‘জনের বিরুদ্ধেই আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা ছিল। ওই রাতেই চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ছাড়িয়ে নিতে সদর থানায় আক্রমণ করে এবং থানার সামনে বোমা হামলা চালায়।

/জেবি/টিএন/

 

আপ-এআর