জামানত হারালেন দুপচাঁচিয়ার আ.লীগ মেয়র প্রার্থী

বগুড়াবগুড়ার দুপচাঁচিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এনামুল হক রানার (নৌকা) জামানত বাজেয়াপ্ত হয়েছে। আওয়ামী লীগের এই প্রার্থী তার পরাজয়ের জন্য দলীয় নেতাকর্মীদের অসহযোগিতাকে দায়ী করেছেন।

রিটার্নিং অফিসার ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ্ জানান, মোট ভোট কাস্টের এক অষ্টমাংশ না পাওয়ায় আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে।

নির্বাচন অফিস সূত্র জানায়, গত ১৩ মে সোমবার বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভায় সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৯টি কেন্দ্রে ইভিএমে (ইলেকট্রনিক ভোটি মেশিন) ভোট গ্রহণ করা হয়। শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোট দিয়েছেন। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মোট ১৬ হাজার ৭৬৩ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১৩ হাজার ৬৬১ জন ভোটার। ভোট প্রদানের হার ৮১.৬৭ শতাংশ।

নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম (ধানের শীষ) বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ছয় হাজার ৬৫৬ ভোট। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র বেলাল হোসেন (জগ) পেয়েছেন পাঁচ হাজার ৬৪২ ভোট। আওয়ামী লীগ প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক রানা (নৌকা) তৃতীয় হয়েছেন। তিনি পেয়েছেন, এক হাজার ২৯ ভোট। মেয়র পদে অপর স্বতন্ত্র প্রার্থী হাজী আহম্মেদ আলী (মোবাইল ফোন) পেয়েছেন ৩৩৪ ভোট। মোট সংগ্রহের এক অষ্টমাংশের (১৭০৮) কম ভোট পাওয়ায় নৌকা প্রতীকের এনামুল হক রানা ও মোবাইল ফোন প্রতীকের হাজী আহম্মেদ আলীর জামানত বাজেয়াপ্ত হচ্ছে।