রেলের জায়গায় চার শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

অবৈধ স্থাপনা উচ্ছেদ নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকায় রেলের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে উচ্ছেদ অভিযান।

এতে ঘোড়াশাল রেলস্টেশন এলাকায় প্রায় চার শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ঢাকা বিভাগীয় ডিভিশনাল রেলওয়ে ব্যবস্থাপক এ এমসালাউদ্দিন ও রেলওয়ে এস্টেট অফিসার নজরুল ইসলাম। এর আগে ২০১৬-২০১৭ সালেও একই স্থানে রেলওয়ের জমিতে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল। পরে পুনরায় একই স্থানে অবৈধ স্থাপনা গড়ে ওঠে।

রেলওয়ে এস্টেট অফিসার মো. নজরুল ইসলাম জানান, ঘোড়াশাল টান রেলওয়ে স্টেশন থেকে নামা রেলওয়ে স্টেশন পর্যন্ত এবং ঘোড়াশাল বাজার এলাকায় রেলের প্রায় ৬ একর জমিতে গড়ে উঠা  ৮২০টি দোকান ও স্থাপনা নির্মাণ করে অবৈধভাবে ব্যবসা করে আসছে কতিপয় লোকজন। সেই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদে দুই দিনব্যাপী অভিযান পরিচালনা করা হবে। পর্যায়ক্রমে এ অভিযান অব্যাহত থাকবে। সম্পূর্ণ অভিযান শেষে পুরো জায়গাটা মহাপরিকল্পনার আওতায় এনে নিয়ম অনুযায়ী লিজ দেওয়া হবে।