সাংবাদিকের ওপর হামলার অভিযোগে গ্রেফতার ২

লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও কর্মচারীদের বিরুদ্ধে। পুলিশ জানায়, বুধবার সন্ধ্যার এই ঘটনার জন্য শিবলু ও বোরহান উদ্দিন সবুজ নামের দুই জনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে আহত সাংবাদিক আহম্মদ আলী বাদী হয়ে ডায়গনস্টিকের মালিক ফরহাদসহ পাঁচ জনকে আসামি করে লক্ষ্মীপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

জানা যায়, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সদস্য আহম্মদ আলী বুধবার সকালে ১০টায় শিশু আপনানকে (১০) ডাক্তার মোর্শেদ আলম হিরুর কাছে চিকিৎসার জন্য ফেয়ার ডায়গনস্টিক সেন্টারে সিরিয়াল দেন। কিন্তু বিকাল ৪টা অতিবাহিত হওয়ার পর সিরিয়াল মোতাবেক রোগী না দেখার কারণ জানতে চান অপেক্ষমান রোগীরা। পরে অপেক্ষমান মুক্ত খবরের জেলা প্রতিনিধি আহম্মদ আলী সাংবাদিক পরিচয় দিলে তাকে তুচ্ছতাচ্ছিল্য করে অশ্লালীন ভাষায় গালমন্দ করতে থাকে ডায়াগনস্টিক সেন্টারের লোকজন। এক পর্যায়ে তর্ক-বির্তকের মধ্য দিয়ে ওই প্রতিষ্ঠানের মালিকপক্ষ ফরহাদের নেতৃত্বে তার কর্মচারী দিয়ে সাংবাদিক, তার স্ত্রী ও শিশু সন্তানকে এলোপাতাড়ি মেরে জখম করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফেয়ার ডায়গনস্টিক সেন্টারের দুই কর্মচারীকে আটক করে। এসময় মালিক ফরহাদ পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

এই ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন লক্ষ্মীপুর প্রেস ক্লাবের নেতারা।

এ বিষয়ে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আজিজুর রহমান মিয়া বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত শিবলু ও বোরহান উদ্দিন সবুজ নামে দুই জনকে গ্রেফতার করা হয়েছে।’