নারায়ণগঞ্জে সিআইডি'র অভিযানে বিপুল পাসপোর্টসহ ৫ দালাল আটক

নারায়ণগঞ্জে গ্রেফতার পাসপোর্টের দালালচক্র

নারায়ণগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিসের আশপাশ থেকে বিপুল সংখ্যক পাসপোর্টসহ পাঁচ দালালকে আটক করেছে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) জেলা শাখার সদস্যরা।

রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন জালকুড়ি এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকাগুলোতে অভিযান চালিয়ে সিআইডি পুলিশ তাদেরকে আটক করে।

আটকরা হচ্ছে মনির হোসেন (৩৫), রাশেদ (৩২), রিফাত (২০), জুনায়েদ আহমেদ জনি (২৮) ও আল আমিন (২৩)।

এসময় আটকদের কাছ থেকে ৮৮টি পাসপোর্ট, ৩টি এনআইডি কার্ড, ৬শ’ ৫টি পাসপোর্ট এর ডেলিভারি চালান,সরকারি বিভিন্ন দফতরের প্রথম শ্রেণির কর্মকর্তাদের দশটি ভুয়া সিল,দুটি কম্পিউটার ও ১৭টি আবেদন ফরম উদ্ধার করা হয়েছে।

অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) জেলা শাখা থেকে রবিবার দুপুরে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার মতিউর রহমানের তত্ত্বাবধানে সহকারী পুলিশ সুপার মো. হারুন-অর-রশিদের নেতৃত্বে ওই অভিযান চালানো হয়েছে। আটকদের বিরুদ্ধে নিয়মত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে সিআইডি পুলিশের নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার হারুন অর রশিদ বলেন, নানা অভিযোগের ভিত্তিতে পাসপোর্ট অফিসের আশপাশে অভিযান চালানো হয়। এসময় বিপুল সংখ্যক পাসপোর্টসহ বিভিন্ন সরকারি কর্মকর্তাদের ভুয়া সিল উদ্ধার করা হয়েছে। এই দালালচক্রের সঙ্গে কোনও সরকারি দফতর কিংবা কর্মকর্তার সম্পৃক্ততা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

আটকদের জিজ্ঞাসাবাদ ও তদন্ত সাপেক্ষে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান সিআইডি পুলিশের এই কর্মকর্তা।