শাহজাদপুর থানার এসআই প্রত্যাহার

এসআই সামিউল ইসলামডাকাতি মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে এক গরু ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে সিরাজগঞ্জের শাহজাদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সামিউল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ের নির্দেশে বুধবার (২২ জানুয়ারি) বিকালে তাকে শাহজাদপুর থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফাহমিদা হক শেলী বিষয়টি তদন্ত করছেন।

গত ২০ জানুয়ারি এসআই সামিউল ইসলামের বিরুদ্ধে শাহজাদপুরের গরু ব্যবসায়ী আজাদ আলী সার্কেল অফিসার ও ইউএনও বরাবর লিখিত অভিযোগ দেন। অভিযোগে বলা হয়, গত ১৪ জানুয়ারি সন্ধ্যায় বাড়ি ফেরার পথে শাহজাদপুরের করতোয়া সেতুর পূর্বপাড়ে আজাদসহ তিন জনকে ধরে থানায় এনে ছেড়ে দেওয়ার সময় ৯৩ হাজার টাকা ঘুষ নেন সামিউল।