জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এক হাজার ছবি নিয়ে কক্সবাজার সমুদ্র সৈকতে আলোকচিত্র প্রদর্শনী করেছে স্কুল শিক্ষার্থীরা। বুধবার (২২ জানুয়ারি) দুপুরে কক্সবাজারের হিমছড়ি সমুদ্র সৈকতে ব্যতিক্রমী এই আয়োজন করেন রামু বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীরা।
আয়োজকরা জানিয়েছেন, ‘স্কুলের শিক্ষার্থীদের টিফিনের টাকায় বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে এক হাজার ফুট দীর্ঘ ব্যানার নিয়ে এই আয়োজন করা হয়। এতে বঙ্গবন্ধু সম্পর্কে নতুন প্রজন্ম আরও বেশি জেনেছে এবং ইতিহাস সম্পর্কে অবহিত হয়েছে।’
রামু বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীন জানান, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা টিফিনের টাকা জমা করে এই উদ্যোগটি বাস্তবায়ন করেছে। এতে সার্বিক সহযোগিতা করেছে রামু উপজেলা প্রশাসন। এক হাজার ফুট দীর্ঘ একটি সাদা কাপড়ের ব্যানারে এক ফুট পর পর বঙ্গবন্ধুর এক হাজার ছবি প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রামু উপজেলা র্নিবাহী কর্মকর্তা প্রণয় চাকমা, প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীনসহ অনেকেই উপস্থিত ছিলেন। পরে আলোকচিত্র সম্বলিত দীর্ঘ এই ব্যানারসহ পায়ে হেঁটে সৈকত প্রদক্ষিণ করেন অতিথি ও বিদ্যালয়ের শত শিক্ষার্থীরা।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও রামু উপজেলা র্নিবাহী কর্মকর্তা প্রণয় চাকমা বলেন, ‘সত্যিই এটি একটি বিরল এবং অনুকরণীয় দৃষ্টান্ত। মাধ্যমিক পর্যায়ের একটি স্কুলের শিক্ষার্থীরা টিফিনের টাকা বাঁচিয়ে বঙ্গবন্ধুকে নিয়ে আলোকচিত্র প্রদর্শনী করেছে, তাও আবার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে। দৃশ্যটি দেখতে যেমন মনোমুগ্ধকর ছিল, এই আয়োজনের গুরুত্বও অনেক বেশি। এতে করে নতুন প্রজন্মের শিক্ষার্থীরা বঙ্গবন্ধু সম্পর্কে যেমন জানলো, তেমনি তাদের মধ্যে এখন থেকেই মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত হবে। যেটি দেশ ও জাতির জন্য কল্যাণ বয়ে আনবে।’