স্কুলের পাশে মুরগির খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা

২১

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের আলগীর চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ব্রয়লার মুরগির খামার গড়ে তোলা হয়েছে। খামারের মুরগির বিষ্ঠার দুর্গন্ধে ক্লাস করা দায় হয়ে পড়েছে শিক্ষার্থীদের। এতে করে শিক্ষার্থীরা বায়ুবাহিত রোগে আক্রান্ত হচ্ছে বলেও অভিযোগ অভিভাবকদের।

অভিভাবকরা আরও জানান, এ বিষয়ে একাধিকবার মৌখিকভাবে অভিযোগ করেও কোনও ফল পাওয়া যায়নি। এদিকে খামারের মালিক প্রভাবশালী হওয়ায় মুখ খুলতে রাজি হননি ওই স্কুলের শিক্ষকরা।

জানা যায়, উপজেলার বারদী ইউনিয়নের আলগীর চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে খামারটি গড়ে তুলেছেন স্থানীয় হযরত আলী ও তার জামাই আমিন।

এলাকাবাসীর অভিযোগ, আলগীর চর গ্রামের হযরত আলী নিজের প্রভাবে স্কুলের পাশে এই মুরগির খামার গড়ে তুলেছেন। এ বিষয়ে বাধা দিলে মারধর ও মামলার হুমকি দেন তিনি। তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাজেরা বেগম বলেন, ‘মুরগির ফার্মের বিষয়ে আমরা কিছু বলতে পারি না। তবে কমিটি যদি বিষয়টি দেখেন তাহলে শিক্ষার পরিবেশ ফিরে আসবে।’

আলগীর চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নাজিমউদ্দিন রতনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

ফার্মের মালিক আমিন বলেন, ‘আমাদের জমিতে ফার্ম গড়ে তুলেছি। এই স্কুল এখানে থাকবে না। তাছাড়া গন্ধ স্কুলে যায় না।’

বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক বলেন, ‘বিষয়টি আমি জেনে, ওই স্কুল পরিদর্শন করে, পরিবেশ খারাপ দেখে, শিক্ষা অফিসারকে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করেছি।’

সোনারগাঁ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিখিল চন্দ্র দাস বলেন, ‘বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ বিষয়ে মৌখিক অভিযোগ করেছেন। আমি স্কুল কমিটির লোকজনকে নিজে ফোন করে অভিযোগ দেওয়ার জন্য বলেছি। লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।’

সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার মো. রকিবুর রহমান খাঁন বলেন, ‘মুরগির ফার্মের বিষয়ে ব্যবস্থা নিয়ে শিক্ষার্থীদের শিক্ষার উপযোগী পরিবেশ তৈরি করা হবে।’