মুন্সীগঞ্জে অবৈধ ইটভাঁটা উচ্ছেদ, ৬ লাখ টাকা জরিমানা

অবৈধ ইটভাঁটাকে উচ্ছেদ করছেন ভ্রাম্যমাণ মেডিক্যালমুন্সীগঞ্জের সিরাজদিখানের বালুচর ইউনিয়নে দুটি অবৈধ ইটভাঁটা উচ্ছেদ করে ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহম্মেদ সাব্বির সাজ্জাদ এ তথ্য জানান।

ইটভাঁটা দুটি হচ্ছে– মেসার্স সাজিদ ব্রিকস ও খাজা ব্রিকস।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, দুটি ইটভাঁটার পরিবেশের ছাড়পত্র ছিল না। তাছাড়া, ইট তৈরিতে তারা কৃষিজমির মাটি ব্যবহার করছিল। আর দুটি ইটভাঁটাই ছিল আবাসিক এলাকার মধ্যে। তাই ইটভাঁটা স্থাপন আইন ২০১৩ অনুসারে তিন লাখ টাকা করে মোট ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা পানি ছিটিয়ে ইটভাঁটার চুলা নিভিয়ে দিয়েছে।