পদ্মার পাড়ে হচ্ছে ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি: আইনমন্ত্রী

মাদারীপুরে আইনমন্ত্রী আনিসুল হকআইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘বিচার বিভাগকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য প্রশিক্ষণ অত্যন্ত প্রয়োজন। সে কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে একটি ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি স্থাপন করা হবে। পদ্মা সেতুর পাড়ে সুন্দর জায়গা পাওয়া গেছে। এ জন্য মাদারীপুরের শিবচরে ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি করার চিন্তা-ভাবনা করছে সরকার।’

শুক্রবার মাদারীপুরের শিবচরে প্রস্তাবিত বিচার বিভাগীয় প্রশিক্ষণ কেন্দ্রের জায়গা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে। এজন্য বিচার বিভাগ স্বাধীন রয়েছে।’

এসময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী এমপি, মাদারীপুরের জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজ উদ্দিন খান, সহকারী পুলিশ সুপার আবির মাহমুদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুনির চৌধুরীসহ অন্যরা।