হালুয়াঘাটে মাদ্রাসা শিক্ষার্থীকে অপহরণ চেষ্টা, আটক ১০

ময়মনসিংহময়মনসিংহের হালুয়াঘাটে এক মাদ্রাসা শিক্ষার্থীকে অপহরণের চেষ্টার সময় ১০ জনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে গ্রামবাসী। শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার দাস এ তথ্য জানান।
ওসি জানান, উপজেলার আমতৈল ইউনিয়নের বিষমপুর গ্রামের মো. সায়দুল ইসলামের ছেলে মো. শাকিল আহমেদ সাতটি মোটরসাইকেলসহ তেরো-চৌদ্দ জনের একটি দল নিয়ে ওই শিক্ষার্থীর বাড়িতে গিয়ে তাকে টানাহেঁচড়া করে মোটরসাইকেলে তোলার চেষ্টা করে। এ সময় শিক্ষার্থীর ডাক-চিৎকারে গ্রামের লোকজন এসে চারটি মোটরসাইকেলসহ ১০ অপহরণকারীকে আটক করে।

ঘটনার শিকার শিক্ষার্থী জানায়, মাদ্রাসায় যাওয়া-আসার পথে প্রায়ই শাকিল তাকে প্রেমের প্রস্তাব দিতো। এতে রাজি না হওয়ায় তাকে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

শিক্ষার্থী অপহরণের চেষ্টায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অপহরণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

ওসি জানান, এ বিষয়ে  তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।