মোটরসাইকেলের ধাক্কায় শিক্ষক আহত, শিক্ষার্থীদের বিক্ষোভ

সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভের দৃশ্য

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন স্কুল শিক্ষকের আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে তিন ঘণ্টা বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এ সময় কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখে তারা।

জানা যায়, বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার নান্দলা অছমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে মোটরসাইলের ধাক্কায় সাইকেল আরোহী বিদ্যালয়ের শিক্ষক চন্দন সরকার গুরুতরভাবে আহত হন। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কিশোরগঞ্জ-ভৈরব সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। এসময় একটি মাইক্রোবাস ভাঙা হয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং বেলা দেড়টার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে সড়কে যান চলাচল শুরু হয়।

পুলিশ জানায় সকাল সাড়ে ১০টার দিকে বাইসাইকেল চালিয়ে বিদ্যালয়ের শিক্ষক চন্দন সরকার বিদ্যালয়ে যাচ্ছিলেন। এসময় দ্রুত গতির একটি মোটরসাইকেল ওই শিক্ষকের সাইকেলটিকে ধাক্কা দিলে তিনি মারাত্মকভাবে আহত হন। স্থানীয় লোকজন আহত শিক্ষককে উদ্ধার করে  ভাগলপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় ও পরে উন্নত চিকিৎসার জন্য তাকে মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, দ্রুত মোটরসাইকেল আরোহীকে গ্রেফতারের ব্যাপারে শিক্ষার্থীদের আশ্বাস দিয়েছি। মোটরসাইকেলটি আমরা আটক করেছি। এখন পরিস্থিতি শান্ত আছে। অবরোধ প্রত্যাহার করেছে এলাকাবাসী।