হবিগঞ্জে রেলওয়ের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

গুঁড়িয়ে দেওয়া অবৈধ স্থাপনাহবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। বুধবার (১২ ফেব্রুয়ারি) রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগ ও হবিগঞ্জ জেলা প্রশাসনের যৌথভাবে এ উচ্ছেদ অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগের ডেপুটি কমিশনার মো. নজরুল ইসলাম ও হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা।
স্থানীয়রা জানান, রেলওয়ের কোটি কোটি টাকার সম্পত্তি দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে দখল করে রেখেছে স্থানীয় কিছু প্রভাবশালী। দীর্ঘদিনের আইনি জটিলতা কাটিয়ে অবশেষে উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে। বুধবার গুঁড়িয়ে দেওয়া হয়েছে শতাধিক দোকানপাট ও বাড়ি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা জানান, শুধু রেলওয়ে জংশন এলাকায় দেড় হাজারেরও বেশি অবৈধ স্থাপনা রয়েছে। পর্যায়ক্রমে সব স্থাপনাই গুঁড়িয়ে দেওয়া হবে।

এর আগে চিহ্নিত করার পর সবাইকে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে রেলওয়ে কর্তৃপক্ষ মাইকিং করে।