‘আগামী বছরই চালু হবে আখাউড়া-আগরতলা রেল চলাচল’

আখাউড়ায় ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাশঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাশ বলেছেন, ‘আগামী বছরের জুনের মধ্যেই আখাউড়া-আগরতলা রেল লিংক লাইনের কাজ শেষ হবে। একই বছর দুই দেশের মধ্যে রেল যোগাযোগও চালু হবে।’ আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আখাউড়া-আগরতলা রেল লিংক লাইনের কাজ পরিদর্শন করতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হাইকমিশনার বলেন, ‘আখাউড়া-আগরতলা রেল লাইন প্রকল্পটি দুই দেশের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। উত্তর-পূর্ব ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক যোগাযোগ এ রেল পথের মাধ্যমে হবে।’আখাউড়ায় ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাশ

সীমান্ত বিএসএফের হাতে বাংলাদেশি নিহতের বিষয়ে তিনি বলেন, ‘দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ভালো সম্পর্ক বজায় আছে। তাদের নিজেদের মধ্যে সব সময় কথাবার্তা হয়। এই বিষয় গুলো নিয়ে দুই বাহিনী বছরে দুই বার মিটিংয়ে বসে। আশা করছি এসব বিষয় আলাপ-আলোচনার মধ্যে শেষ হবে।’

আখাউড়া-আগরতলা রেল লিংক পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব (রেলওয়ে উপদেষ্টা) আনিতা বারিক, হাইকমিশনারের প্রটোকল অফিসার অমরিশ কুমার, আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার রেইনা, আখাউড়া থানার অফিসার ইনচার্জ রসুল আহামেদ নিজামী।

উল্লেখ্য, আখাউড়া-আগরতলা রেল লিংক লাইন প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ২৫২ কোটি টাকা। এ প্রকল্পটি শেষ হওয়ার কথা আগামী বছরের জুন মাসে।