বাগেরহাট-৪ আসনের উপনির্বাচন: মনোনয়ন নিয়ে চলছে নানা আলোচনা

বাগেরহাটবাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের উপনির্বাচন আগামী ২১ মার্চ। এই নির্বাচনে কে কোন দলের প্রার্থী হবেন তা নিয়ে চায়ের দোকান ও মোড়ে মোড়ে চলছে আলোচনা। সময় যতই ঘনিয়ে আসছে এমন আলোচনা প্রতিদিনই বেড়ে চলেছে।

১০ জানুয়ারি এই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেনের মৃত্যু হলে আসনটি শূন্য হয়। গত ৬ ফেরুয়ারি নির্বাচন কমিশন এ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।

২০০৮ সাল থেকে এই আসনে নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ডা. মোজাম্মেল হোসেন। দশম জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট জেলার অন্য তিনটি আসনে আওয়ামী লীগ প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তবে এই আসনে বিজয়ী হতে ডা. মোজাম্মেল হোসেনকে নিজ দলের দুজন বিদ্রোহী প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছিল। আর একাদশ সংসদ নির্বাচনে তিনি ১৯ দলীয় জোট প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীমকে (জামায়াত) পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন।

এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন জমা দিয়েছেন ১১ জন। তারা হলেন– জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মোশারফ হোসেন, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আমিরুল আলম মিলন, সাবেক সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেনের পুত্রবধূ ইসমত আরা শিরিন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নকীব নজিবুল হক নজু, মালয়েশিয়া আওয়ামী লীগের সাবেক সভাপতি এমআর জামিল হোসাইন, পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি অধ্যাপক আব্দুর রহিম খান, অ্যাডভোকেট প্রবীর রঞ্জন হালদার, মিজানুর রহমান জনি, এসএম মনিরুল ইসলাম ও এসএম রাজু।

এই আসনে বিএনপির পক্ষে মনোনয়ন সংগ্রহ করেছেন চারজন। তারা হলেন– সাবেক জেলা বিএনপির নেতা কাজী খায়রুজ্জামান শিপন, ড. কাজী মনিরুজ্জামান মনির, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম তালুকদারের মেয়ে অ্যাডভোকেট ফারহানা জাহান নিপা ও মনিরুল ইসলাম ফরাজী।