কর্ণফুলীতে নিখোঁজের ৪ দিন পর মা ও ছেলের লাশ উদ্ধার

লাশ উদ্ধারের ঘটনায় কর্ণফুলীতে মানুষের ভিড়

রাঙামাটির কাপ্তাইয়ের কর্ণফুলীতে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজের ৪ দিন পর মা টুম্পা মজুমদার ও ছেল বিজয় মজুমদারের লাশ উদ্ধার করেছে প্রশাসন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া সরফ ভাটা নদী থেকে লাশ উদ্ধার করা হয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) থেকে নিখোঁজ ছিলেন তারা। 

রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রতন কুমার নাথ এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্থানীয়রা খবর দিলে লাশ উদ্ধারে ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে পৌঁছেছে। প্রশাসনের সঙ্গে কথা বলে পরিবারের কাছ লাশ হস্তান্তর করা হবে।

নিহতরা চট্টগ্রামের জোরারগঞ্জ থানার হরিপুর মজুমদার বাড়ির রাজিব মজুমদারের স্ত্রী ও সন্তান।

উল্লেখ্য, গত শুক্রবার চট্টগ্রামের নন্দনকানন রাধামাধব মন্দির হতে সড়কপথে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) ১২৭ জন সদস্য তীর্থ ভ্রমণে কাপ্তাই উপজেলার শীলছড়িতে আসেন। এরপর দলটি কাপ্তাইয়ে বেড়াতে এসে কর্ণফুলী নদী ভ্রমণে বের হয়। তীর্থযাত্রীদের নৌকাডুবির ঘটনায় গত (১৪ ফেব্রুযারি) শুক্রবার বিকালে দেবলিনা দে (১০) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হলেও নিখোঁজ ছিলেন টুম্পা মজুমদার ও বিজয় মজুমদার। পাঁচ দিন পর মা ও ছেলের লাশ উদ্ধার করেছে প্রশাসন।