বাঁশবাগানে শিশুর মরদেহ, পুলিশের ধারণা ধর্ষণের পর হত্যা

বাঁশবাগান থেকে শিশুর লাশ উদ্ধারচাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের একদিন পর মোসলেমা খাতুন রিমা নামে সাত বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের মানিক হাজির টোলা এলাকার একটি বাঁশবাগান থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, ধর্ষণের পর হত্যা করা হয়েছে রিমাকে।

রিমা চরবাগডাঙ্গা ইউনিয়নের মানিক হাজির টোলা গ্রামের রুহুল আমিনের মেয়ে।

অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান জানান, সোমবার দুপরে বাড়ি থেকে বের হয় রিমা। পরে বিকালে তার সন্ধান না পাওয়ায় খোঁজাখুজি শুরু করে স্বজনরা। তার নিখোঁজ সংবাদ মাইকেও ঘোষণা করা হয়। কিন্তু সন্ধ্যা গড়িয়ে রাত হলেও রিমার খোঁজ মেলেনি। রাতে তার বাবা সদর মডেল থানায় একটি হারানো জিডি করেন। আজ মঙ্গলবার সকালে স্থানীয়রা একটি বাঁশবাগানে রিমার মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।

মাহবুব আলম খান আরও জানান, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধর্ষণের পর রিমাকে হত্যা করা হয়েছে। সব আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি অধিকতর তদন্ত করে দেখছে পুলিশ।’

এ ঘটনায় রিমার পরিবার ও এলাকাবাসী দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।