নকল করে আইনের ২৫ ছাত্র বহিষ্কার

বরিশাল বিএম কলেজবরিশাল বিএম কলেজ কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন এলএলবি প্রথম বর্ষের পরীক্ষায় নকল করার দায়ে ২৫ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে পরীক্ষা চলার সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের বহিষ্কার করেন। জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান ও বিএম কলেজ অধ্যক্ষ শফিকুর রহমান সিকদার এই তথ্য নিশ্চিত করেন।

সুষ্ঠুভাবে এলএলবি পরীক্ষা গ্রহণের জন্য জেলা প্রশাসকের নির্দেশে পাঁচ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম কলেজ কেন্দ্রে দায়িত্ব পালন করেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজিব আহমেদ ও অতিরিক্ত জেলা প্রসাশক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস পরীক্ষা তদারকি করেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজীব আহমেদ জানান, ‘পরীক্ষা চলার সময় নকল করায় ২৫ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। আগামী পরীক্ষাগুলোও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে জেলা প্রশাসনের তদারকি অব্যাহত থাকবে।’

শনিবারের পরীক্ষায় মোট ৬৯৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।