জয়পুরহাটে তিন দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন শুরু

শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভাজয়পুরহাটে তিন দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন শুরু হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জয়পুরহাট শহীদ ডা. আবুল কাশেম সম্মেলন উদ্বোধন করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য সামছুল আলম দুদু।

তিন দিনের এ সম্মেলনে আলোচনা সভা, কবিতা পাঠ, সঙ্গীত, নৃত্য, নজরুলের জীবন পরিক্রমা, তথ্যচিত্র প্রদর্শনী ও গ্রন্থমেলার আয়োজন করা হয়েছে। এতে সঙ্গীত পরিবেশন করবেন দেশবরেণ্য নজরুল সঙ্গীত শিল্পীরা।

সম্মেলনের উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র‌্যালী শিল্পকলা একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান। আমাদের জাতীয় চেতনায় নজরুল বিষয়ে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড.মোহাম্মদ হায়দার। জাতীয় কবি নজরুলের জীবনীর ওপর আলোচনা করেন জয়পুরহাট সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. শহিদুল ইসলাম ও অ্যাডভোকেট মোমিন আহমেদ চৌধুরী জিপি। বক্তব্য রাখেন– জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, জয়পুরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম সোলায়মান আলী প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জয়পুরহাট সদরের উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র রায়। জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় সম্মেলনের আয়োজন করে কবি নজরুল ইনস্টিটিউট।