দুই বছরের মধ্যে চালু হবে নগরবাড়ি নৌবন্দর: নৌ-প্রতিমন্ত্রী

নৌ-প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরীনৌ-প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী দুই বছরের মধ্যে সব ধরনের সুবিধাসহ পাবনার নগরবাড়ি নৌবন্দর চালু হবে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ৫১৩ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে নৌবন্দর নির্মাণ কাজের উদ্বোধন করেন। 

বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান খন্দকার গোলাম সাদেকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, নগরবাড়ির এই নৌবন্দর চালু হলে উত্তর ও দক্ষিণাঞ্চলের সব জেলার মানুষের জীবনমান উন্নত হবে। এই জনপদের মানুষের দুর্ভোগ লাঘবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্যোগ নিয়েছেন বলে জানান তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, শিবালয় উপজেলা চেয়ারম্যান রেজাউল ইসলামসহ বিআইডব্লিউটিএ’র ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা।