মার্চে আ.লীগের সম্মেলন হচ্ছে না বগুড়ার ৯ উপজেলায়

আওয়ামী লীগবগুড়ার ৯ উপজেলায় আগামী মার্চে আওয়ামী লীগের সম্মেলন হচ্ছে না। কেন্দ্র থেকে ঘোষণার পর সম্মেলনের প্রস্তুতি শুরু করা হয়েছিল। তবে মুজিববর্ষের কর্মসূচির কারণে কেন্দ্রীয় কমিটি থেকে এসব সম্মেলন স্থগিত ঘোষণা করা হয়েছে।

জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু জানান, ‘বগুড়ার ৯ উপজেলায় আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছিল। কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক জেলা আওয়ামী লীগ প্রস্তুতিও শুরু করে। তবে মার্চে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকীর কর্মসূচি শুরু হবে। তাই কেন্দ্রিয় কমিটি ওই মাসে উপজেলা সম্মেলন স্থগিত করেছে। পরবর্তীতে এপ্রিলে নতুন তারিখ ঘোষণা হতে পারে।’

জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক সুলতান মাহমুদ খান রনি জানান, বগুড়ায় এক সভা করে ১৫ মার্চের মধ্যে ৯ উপজেলার সম্মেলনের নির্দেশনা দিয়েছিলেন রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন। সেই অনুযায়ী জেলা কমিটির সভায় দুপচাঁচিয়া উপজেলা ১১ মার্চ, শাজাহানপুর উপজেলা ১৩ মার্চ, শিবগঞ্জ উপজেলা ১৪ মার্চ, নন্দীগ্রাম উপজেলা ১৫ মার্চ, শেরপুর উপজেলা ২৫ মার্চ, কাহালু উপজেলা ২৮ মার্চ, গাবতলী উপজেলা ২৯ মার্চ, আদমদীঘি উপজেলা ৩০ মার্চ এবং বগুড়া সদর উপজেলা ৩১ মার্চ সম্মেলনের দিনক্ষণ ঘোষণা করা হয়। তবে কেন্দ্রীয় কমিটি মার্চ মাসে সম্মেলন স্থগিত করেছে।

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক জানান, ‘সম্মেলন স্থগিত হলেও পরবর্তীতে তারিখ ফের ঘোষণা করা হবে। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সংগঠন শক্তিশালী করতে পদক্ষেপ নেওয়া হয়েছে। সদর উপজেলায় মুজিব শতবর্ষের কর্মসূচি সফলে এখন নেতাকর্মীরা কাজ করছেন।’