চাঁপাইনবাবগঞ্জে হোম কোয়ারেন্টিনে না থাকায় ২ ব্যক্তিকে জরিমানা

চাঁপাইনবাবগঞ্জচাঁপাইনবাবগঞ্জে হোম কোয়ারেন্টিন না মানায় এক নারীসহ দুজনকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকালে জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকায় প্রকাশ্যে ঘোরাঘুরি করার কারণে তাদের এই দণ্ড দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও  উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান।

তিনি জানান, গত ১৩ মার্চ ভারত থেকে দেশে ফিরলে তাদের উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়। কিন্তু তারা তা অমান্য করে আজ বিকালে পৌর এলাকায় ঘোরাঘুরি করছিলেন। এ সময় স্থানীয়রা খবর দিলে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়। দোষ স্বীকার করায় একজনকে ২০ হাজার এবং অপরজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে, জেলা সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানিয়েছেন, ‘জেলায় মোট ৩৬৬ জন হোম কোয়ারেন্টিনে রয়েছেন।’