হোম আইসোলেশনে পুলিশ কনস্টেবল

যশোরযশোর পুলিশ লাইনসে কর্মরত এক কনস্টেবলকে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে হোম আইসোলেশনে পাঠানো হয়েছে। শনিবার (২১ মার্চ) তাকে হাসপাতালে আনার পর হোম আইসোলেশনে পাঠানো হয়। যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) আরিফ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

যশোর জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে একজন কনস্টেবলকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। জরুরি করোনা ইউনিটে শারীরিক পরীক্ষা শেষে সন্দেহজনক হওয়ায় তাকে হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসারের কাছে পাঠানো হয়। সেখান থেকে তাকে হোম আইসোলেশনে পাঠানো হয়েছে।

ওই কনস্টেবলের বরাত দিয়ে সূত্র জানিয়েছে, তিনি (কনস্টেবল) পুলিশ লাইনসের যে রুমে ছিলেন, সেই রুমের ছয় সদস্যের মধ্যে একজনকে করোনা আক্রান্ত সন্দেহে ইতোপূর্বে ঢাকায় পাঠানো হয়েছে। আরও দুজনকে হোম কোয়ারেন্টিনে রাখতে বাড়িতে পাঠানো হয়েছে।

আরএমও বলেন, ‘ওই পুলিশ কনস্টেবলের করোনা ভাইরাসজনিত লক্ষণ থাকায় তাকে হোম আইসোলেশনে পাঠানোর নির্দেশ দিয়ে সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে।’ এ বিষয়ে জানতে চাইলে সিভিল সার্জন শেখ আবু শাহীন বলেন, ‘খোঁজ নিয়ে পরে জানানো হবে।’

যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম একজন কনস্টেবলকে হোম আইসোলেশনে পাঠানোর বিষয় নিশ্চিত করেছেন।  

প্রসঙ্গত, এর আগে গত ১৯ মার্চ বেনাপোল ইমিগ্রেশনে দায়িত্বরত এক কনস্টেবলকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছিল।