২৫ মার্চ থেকে খুলনায় দূরপাল্লার যান চলাচল বন্ধ

বাস চলাচল বন্ধ (ফাইল ছবি)খুলনা থেকে দূরপাল্লার পরিবহণ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী ২৫ মার্চ থেকে সকাল ৬টা থেকে খুলনা থেকে কোনও বিভাগীয় সদরের উদ্দেশে কোনও পরিবহন ছাড়বে না। তবে খুলনা জেলার অভ্যন্তরীণ রুটে বাস চলাচল করবে।  

খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. নুরুল ইসলাম বেবী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার সকালে খুলনা মোটর শ্র‌মিক ইউনিয়নের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা পরিস্থিতি বিবেচনা করে এ সিদ্ধান্ত হয়েছে বলে তিনি জানান।

এর আগে করোনা ভাইরাস আতঙ্কে যাত্রী কম হওয়ায় এবং সংক্রমণ প্রতিরোধে গত শুকবার (২০ মার্চ) থেকে রাজশাহী থেকে ঢাকাসহ দূরপাল্লার সব রুটে বাস বন্ধ রাখা হয়েছে। তবে রাজশাহী বিভাগের অভ্যন্তরীণ রুটে সীমিত আকারে বাস চলাচল করছে। বাস মালিক ও শ্রমিক ইউনিয়ন যৌথভাবে এ সিদ্ধান্ত নেন।

উল্লেখ্য, বাংলাদেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। রবিবার পর্যন্ত মোট সংক্রমণের সংখ্যা ২৭। এই ভাইরাসের কারণে মৃতের সংখ্যা দুই জন।