নাটোরে করোনা নিরাপত্তায় ২২০টি পিপিই হস্তান্তর

নাটোরকরোনাভাইরাসের বিস্তার রোধ, সন্দেহভাজনদের শনাক্ত করা, চিকিৎসা ও হোম কোয়ারেন্টিনের তদারকির কাজে নিয়োজিত ব্যক্তিদের নিরাপত্তায় ২২০টি পিপিই (পারসোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট) হস্তান্তর করা হয়েছে। সিভিল সার্জন ডাক্তার মিজানুর রহমান ও জেলা পরিষদ সদস্য শফিউল আযম স্বপন বিষয়টি নিশ্চিত করেছেন।

শফিউল আযম স্বপন জানান, জেলা পরিষদের পক্ষ থেকে পুলিশ, ডাক্তার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের জন্য এই নিরাপত্তা সামগ্রী দেওয়া হয়েছে।

সিভিল সার্জন জানান, সরকারিভাবে তিনি একশটি এবং জেলা পরিষদের মাধ্যমে ৩০টি পিপিই পেয়েছেন। এগুলোর মধ্যে সাতটি উপজেলার চিকিৎসকদের জন্য ১০টি করে ৭০টি এবং বাকিগুলো সদর হাসপাতালের চিকিৎসকদের জন্য তিনি হস্তান্তর করেছেন।