সাতক্ষীরায় আইসোলেশনে থাকা যুবকের শরীরে মেলেনি করোনার ভাইরাস

সাতক্ষীরা সদর হাসপাতাল (ছবি সংগৃহীত)সাতক্ষীরা সদর হাসপাতালে আইসোলশনে থাকা শ্যামনগর উপজেলার যুবকের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়নি। জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়েত। বুধবার (২৫ মার্চ) দুপুরে তিনি সাংবাদিকদের এ বিষয়ে জানান। তিনি বলেন, করোনার সংক্রমণ না থাকায় ওই যুবককে ছাড়পত্র দেওয়া হয়েছে।

অপরদিকে, করোনাভাইরাস প্রতিরোধে বিদেশফেরতদের ইতোমধ্যে হোম কোয়ারেন্টিনের আওতায় আনার কাজ চালিয়ে যাচ্ছে জেলা প্রশাসন, পুলিশ ও স্বাস্থ্য বিভাগ। প্রবাসীদের বাড়িতে, বাড়িতে টানানো হচ্ছে লাল পতাকা। তাদের হাতে দেওয়া হচ্ছে শনাক্তকরণ সিল।

এছাড়া বন্ধ ঘোষণা করা হয়েছে সব পর্যটন কেন্দ্র ও গরুর হাট। নিষিদ্ধ করা হয়েছে সব ধরনের সভা সমাবেশ, সেমিনার, সামাজিক অনুষ্ঠানসহ গণজমায়েত। চলছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।