হিলির ওপর দিয়ে ট্রেন চলাচল বন্ধ

হিলিকরোনাভাইরাসের সংক্রমণ রোধে দিনাজপুরের হিলি রেলস্টেশনের ওপর দিয়ে চলাচলকারী রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন রুটের সব লোকাল ও আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ করেছে কর্তৃপক্ষ।

বুধবার (২৫ মার্চ) হিলির স্টেশন মাস্টার তপন কুমার বাংলা ট্রিবিউনকে জানান, করোনাভাইরাসের সংক্রমণ রোধে মন্ত্রণালয় গতকাল সন্ধ্যা ৬টা থেকে হিলি রেলস্টেশনের ওপর দিয়ে চলাচলকারী রাজধানী ঢাকাসহ সব রুটের আন্তঃনগর ট্রেনের চলাচল বন্ধ করে দিয়েছে।  এর আগে সব রুটে চলাচলকারী লোকাল ট্রেনগুলোর চলাচল বন্ধ করে দেওয়া হয়।

তিনি আরও জানান, আজ শুধুমাত্র ঢাকা থেকে পঞ্চগড় ও কুড়িগ্রামের উদ্দেশে ছেড়ে আসা ট্রেন ফেরত এসেছে। বন্ধের সুনির্দিষ্ট কোনও সময়সীমা না থাকলেও ৪ এপ্রিল পর্যন্ত তা কার্যকর থাকবে বলে জানান তিনি।