‘বন্দুকযুদ্ধে’ ছয় মামলার আসামি নিহত

বন্দুকযুদ্ধসাতক্ষীরায় কথিত বন্দুকযুদ্ধে হত্যাসহ ছয়টি মামলার আসামি ওয়াহেদ আলী (৪৮) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে সাতক্ষীরা-আশাশুনি সড়কের পাশে ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেলারডাঙ্গা ডাকেরবটতলায় তারক ঘোষের আমবাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একটি শুটারগান ও তিন জোড়া স্যান্ডেল উদ্ধার করা হয়েছে।

নিহত ওয়াহেদ আলী সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের তমালতলা গ্রামের নবাব আলীর ছেলে।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান জানান, স্থানীয় গ্রামপুলিশ সদস্যদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ওয়াহেদ আলীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে। তার বিরুদ্ধে হত্যাসহ ছয়টি মামলা রয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে কী কারণে বা কাদের সঙ্গে বন্দুকযুদ্ধ হয়েছে তার বিস্তারিত কিছু জানা যায়নি বলে পুলিশ দাবি করছে। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানান ওসি আসাদুজ্জামান।