চট্টগ্রামে ৩ দিনে ১৫ জনের নমুনা পরীক্ষা, করোনার উপস্থিতি নেই

ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজ ভবনে (বিআইটিআইডি) হচ্ছে করোনার টেস্টচট্টগ্রামে গত তিন দিনে পরীক্ষা করা কারও দেহে করোনভাইরাসের অস্তিত্ব মেলেনি বলে জানিয়েছেন সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি।

শনিবার (২৮ মার্চ) বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘গত তিন দিনে ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজ (বিআইটিআইডি) হাসপাতালে মোট ১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের কারও দেহে নভেল করোনাভাইরাসের অস্তিত্ব মেলেনি।’

একই কথা জানিয়েছেন বিআইটিআইডির পরিচালক অধ্যাপক এম এ হাসান চৌধুরী।

বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমরা ১৫ জনের নমুনা সংগ্রহ করে সেগুলো পরীক্ষা করেছি। তাদের কারও দেহে করোনার অস্তিত্ব পাওয়া যায়নি। প্রথম দফায় আমরা আট জনের নমুনা পরীক্ষা করেছিলাম। তাদের কারও দেহেও পাওয়া যায়নি। এরপর দ্বিতীয় দফায় আরও সাত জনের নমুনা পরীক্ষা করা হয়।’ তাদের কারও দেহেও করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানান তিনি।