কাতারে করোনায় মারা যাওয়া বাংলাদেশির বাড়ি শ্রীমঙ্গলে

করোনাভাইরাসমধ্যপ্রাচ্যের দেশ কাতারে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দিলীপ দেব (৫৫)  নামে এক বাংলাদেশি মারা গেছেন।

গত শনিবার (২৮ মার্চ) বিকালে কাতারের হামাদ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের মাজডিহি  গ্রামে।

জানা গেছে, দিলীপ কাতারে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছিলেন। গত (১৬ মার্চ) জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে তিনি হামাদ জেনারেল হাসপাতালে ভর্তি হন। সেখানে তার শরীরে করোনা ভাইরাসের লক্ষণ ধরা পড়ে। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত দিলীপ  স্ত্রীসহ তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

নিহত দিলীপ দেবের ছেলে হৃদয় দেব বলেন, ‘বাবার ডায়াবেটিস ছাড়া তেমন কোনও রোগ ছিল না। কাশি ও শ্বাসকষ্টের জন্য  হাসপাতালে  গেলে ফুসফুসে নানা সমস্যা ধরা পড়ে। ডাক্তারের পরামর্শ নিয়ে ওই দিনই তিনি হাসপাতাল ছেড়ে বাসায় চলে আসেন। পরে শ্বাসকষ্টের মাত্রা বেড়ে গেলে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।’ তিনি আরও বলেন, ‘মৃতদেহ এখনও হাসপাতালের মর্গে রয়েছে। আইনি কার্যক্রম সম্পন্ন করে হয়তো কাতারেই শেষকৃত্য করা হবে।’

শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান মজুল এতথ্য নিশ্চিত করেছেন।