নিষেধাজ্ঞা অমান্য করে হাট বসানোয় ইজারাদারকে জরিমানা

মানিকগঞ্জনিষেধাজ্ঞা অমান্য করে সাপ্তাহিক হাট বসানোয় ভ্রাম্যমাণ আদালত ২০ হাজার টাকা জরিমানা করেছেন ইজারাদারকে। সোমবার (৩০ মার্চ) মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরংগাইলে এ ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এএফএম ফিরোজ মাহামুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় সব ধরনের হাট বন্ধ ঘোষণা করে সরকার। কিন্তু বরংগাইল হাটের ইজারাদার মীর শাহীন সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সাপ্তাহিক হাট বসান। দুপুরের দিকে খবর পেয়ে বরংগাইল হাটে গিয়ে ইউএনও নিষেধাজ্ঞা অমান্য করায় ইজারাদারকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করেন। এ সময় নির্বাহী কর্মকর্তার সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার শিবালয় সার্কেল তানিয়া সুলতানা উপস্থিত ছিলেন।

ইউএনও জানান, ওই হাটে আগত ব্যবসায়ীসহ ক্রেতা ও জনসাধারণকে অতি দ্রুত স্থান ত্যাগের নির্দেশ দেওয়া হয়। সবাই সচেতন না হলে করোনাভাইরাস থেকে মুক্ত থাকা সম্ভব নয়।