খুলনায় ঘরে থাকা নিম্ন আয়ের মানুষদের খাদ্য সামগ্রী বিতরণ

খুলনা

করোনাভাইরাস সংক্রমণ রোধে খুলনায় ঘরে থাকা নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।  খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন ঘরে ঘরে গিয়ে এসব সামগ্রী দুস্থ পরিবারগুলোর হাতে তুলে দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় রবিবার রাতে ফুলতলা উপজলার হতদরিদ্র, অসহায়, শ্রমিক, দিনমজুর, ভ্যান চালক ও কর্মসংকটে থাকা একশটি পরিবারের ঘরে ঘরে গিয়ে চাল, ডাল, তেল, আলু, ও সাবানসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বিতরণ করেন তিনি।

 

এ খাদ্যসামগ্রী বিতরণকালে পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান, ফুলতলা উপজলা পরিষদর চেয়ারম্যান শেখ আকরাম হোসেন এবং উপজেলা নির্বাহী অফিসার পারভীন সুলতানা উপস্থিত ছিলেন।

এদিকে সোমবার (৩০ মার্চ) খালিশপুরে অসহায় শ্রমজীবী কর্মহীন মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে নৌবাহিনী খুলনা অঞ্চল। সকালে খালিশপুরের গাবতলা কদমতলা রেলসাইডে অসহায় মানুষের মাঝে এ সব সামগ্রী তুলে দেয় নৌবাহিনী।