টাঙ্গাইলে ভুয়া পুলিশের দেড় মাসের কারাদণ্ড

টাঙ্গাইলে চাঁদাবাজির সময় হাতেনাতে ধরা পড়ে এক ভুয়া পুলিশ

টাঙ্গাইলে পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন লোকজনের কাছ থেকে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক প্রতারককে দেড় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তার নাম মো. মুবিন খান (৩৩)।

সোমবার (৩০ মার্চ) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ্জামান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ সাজা দেন।

সাজাপ্রাপ্ত আসামি শহরের আকুর টাকুরপাড়া বটতলা এলাকার আশরাফুজ্জামান বাবুলের ছেলে।

টাঙ্গাইল সদর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. মোশারফ হোসেন বলেন, ‘টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের সামনের রাস্তায় মুবিন খান পুলিশ পরিচয়ে অটোচালকদের কাছ থেকে চাঁদা তুলছিল। এতে স্থানীয়দের সন্দেহ হলে তাকে ধাওয়া করে তারা। মুবিন দৌড়ে নতুন বাসটার্মিনাল এলাকায় গেলে পুলিশ তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হলে বিচারক তাকে দেড় মাসের সাজা দেন।’